Ajker Patrika

যাত্রাবাড়ীতে চাচার ইটের আঘাতে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২০: ০২
Thumbnail image

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের একটি বাসায় চাচার নিক্ষেপ করা ইটের আঘাতে মায়ের কোলে থাকা ৫২ দিন বয়সী এক শিশু মারা গেছে। শিশুর নাম লাবিব। 

আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু। এর আগে বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান রোডে শামীম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা দ্বীন ইসলাম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার সাদাই জঙ্গল গ্রামে। মাতুয়াইলের ওই বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। তাঁর স্ত্রী বীথি আক্তার গৃহিণী। লাবিব তাঁদের একমাত্র সন্তান। তিনি নিজে একটি বৈদ্যুতিক কারখানায় কাজ করেন। 

দ্বীন ইসলাম আরও বলেন, তাঁর ছোট ভাই খাইরুল বাসায় থাকা আরেক ছোট ভাই রাব্বীর সাইকেল চালানোর জন্য নিয়ে যাচ্ছিল। এই সময় দ্বীন ইসলাম সেই সাইকেলটি চালাতে না করে। কারণ, সাইকেল নষ্ট ও ব্রেক ছিল না। রাস্তায় চালালে দুর্ঘটনা হতে পারে। এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে খাইরুল ক্ষিপ্ত হয়ে একটি ইট নিক্ষেপ করেন। সেই ইট গিয়ে শিশু লাবিবের মাথায় পড়ে। এতে মায়ের কোলেই নিস্তেজ হয়ে পরে শিশু লাবিব। পরে দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

শিশুটির মা বীথি আর্তনাদ করে বলতে থাকেন, ‘আমার একমাত্র শিশুসন্তান লাবিবকে গোসল করিয়ে কপালে টিপ দিচ্ছিলাম। এমন সময় আমার স্বামীর সঙ্গে তার ছোট ভাইয়ের সাইকেল নিয়ে ঝগড়া হয়। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। একপর্যায়ে খাইরুল ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করে। সেই ইট আমার কোলে থাকা আমার শিশুর মাথায় গিয়ে আঘাত করে।’ 

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা বীথি আক্তার। বারবার স্বামী দ্বীন ইসলামকে জড়িয়ে ধরে বলছিলেন, ‘আমার বাচ্চাকে এনে দাও। আমার লাবিবকে কোথায় নিয়ে গেছ?’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত