ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের একটি বাসায় চাচার নিক্ষেপ করা ইটের আঘাতে মায়ের কোলে থাকা ৫২ দিন বয়সী এক শিশু মারা গেছে। শিশুর নাম লাবিব।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু। এর আগে বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান রোডে শামীম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা দ্বীন ইসলাম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার সাদাই জঙ্গল গ্রামে। মাতুয়াইলের ওই বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। তাঁর স্ত্রী বীথি আক্তার গৃহিণী। লাবিব তাঁদের একমাত্র সন্তান। তিনি নিজে একটি বৈদ্যুতিক কারখানায় কাজ করেন।
দ্বীন ইসলাম আরও বলেন, তাঁর ছোট ভাই খাইরুল বাসায় থাকা আরেক ছোট ভাই রাব্বীর সাইকেল চালানোর জন্য নিয়ে যাচ্ছিল। এই সময় দ্বীন ইসলাম সেই সাইকেলটি চালাতে না করে। কারণ, সাইকেল নষ্ট ও ব্রেক ছিল না। রাস্তায় চালালে দুর্ঘটনা হতে পারে। এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে খাইরুল ক্ষিপ্ত হয়ে একটি ইট নিক্ষেপ করেন। সেই ইট গিয়ে শিশু লাবিবের মাথায় পড়ে। এতে মায়ের কোলেই নিস্তেজ হয়ে পরে শিশু লাবিব। পরে দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিশুটির মা বীথি আর্তনাদ করে বলতে থাকেন, ‘আমার একমাত্র শিশুসন্তান লাবিবকে গোসল করিয়ে কপালে টিপ দিচ্ছিলাম। এমন সময় আমার স্বামীর সঙ্গে তার ছোট ভাইয়ের সাইকেল নিয়ে ঝগড়া হয়। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। একপর্যায়ে খাইরুল ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করে। সেই ইট আমার কোলে থাকা আমার শিশুর মাথায় গিয়ে আঘাত করে।’
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা বীথি আক্তার। বারবার স্বামী দ্বীন ইসলামকে জড়িয়ে ধরে বলছিলেন, ‘আমার বাচ্চাকে এনে দাও। আমার লাবিবকে কোথায় নিয়ে গেছ?’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের একটি বাসায় চাচার নিক্ষেপ করা ইটের আঘাতে মায়ের কোলে থাকা ৫২ দিন বয়সী এক শিশু মারা গেছে। শিশুর নাম লাবিব।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু। এর আগে বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান রোডে শামীম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা দ্বীন ইসলাম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার সাদাই জঙ্গল গ্রামে। মাতুয়াইলের ওই বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। তাঁর স্ত্রী বীথি আক্তার গৃহিণী। লাবিব তাঁদের একমাত্র সন্তান। তিনি নিজে একটি বৈদ্যুতিক কারখানায় কাজ করেন।
দ্বীন ইসলাম আরও বলেন, তাঁর ছোট ভাই খাইরুল বাসায় থাকা আরেক ছোট ভাই রাব্বীর সাইকেল চালানোর জন্য নিয়ে যাচ্ছিল। এই সময় দ্বীন ইসলাম সেই সাইকেলটি চালাতে না করে। কারণ, সাইকেল নষ্ট ও ব্রেক ছিল না। রাস্তায় চালালে দুর্ঘটনা হতে পারে। এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে খাইরুল ক্ষিপ্ত হয়ে একটি ইট নিক্ষেপ করেন। সেই ইট গিয়ে শিশু লাবিবের মাথায় পড়ে। এতে মায়ের কোলেই নিস্তেজ হয়ে পরে শিশু লাবিব। পরে দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিশুটির মা বীথি আর্তনাদ করে বলতে থাকেন, ‘আমার একমাত্র শিশুসন্তান লাবিবকে গোসল করিয়ে কপালে টিপ দিচ্ছিলাম। এমন সময় আমার স্বামীর সঙ্গে তার ছোট ভাইয়ের সাইকেল নিয়ে ঝগড়া হয়। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। একপর্যায়ে খাইরুল ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করে। সেই ইট আমার কোলে থাকা আমার শিশুর মাথায় গিয়ে আঘাত করে।’
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা বীথি আক্তার। বারবার স্বামী দ্বীন ইসলামকে জড়িয়ে ধরে বলছিলেন, ‘আমার বাচ্চাকে এনে দাও। আমার লাবিবকে কোথায় নিয়ে গেছ?’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
৩৪ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে