Ajker Patrika

বিচারপতি আমিরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০৫
বিচারপতি আমিরুল ইসলাম আর নেই

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮২) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে এমএ এবং ১৯৬৪ সালে ব্যাচেলর অব ল ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ১৯৭২ সালে সৈয়দ আমিরুল ইসলাম লন্ডনের ‘লিংকনস ইন’ থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন।

১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন আমিরুল ইসলাম। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। আর ২০০৭ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত