Ajker Patrika

বোন হত্যার বিচার চেয়ে ভাইয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৫০
Thumbnail image

যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন—এমন অভিযোগে বোন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিহত গৃহবধূর ভাই আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, `তিন বছর আগে শেখ আল আকিব নামের এক যুবকের সঙ্গে আমার ছোট বোন ফাহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে আমার বোনকে নানাভাবে নির্যাতন করতে থাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে গত বছরের ২৬ ডিসেম্বরে আমার বোনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায়। বোনজামাই আকিবসহ নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আল আমিন (আকিবের ভাই), মামুন (আকিবের ভাই), ফরিদা ইয়াসমিন ওরফে বেবি আক্তার (আকিবের মা) এবং সাথী আক্তার (আকিবের ভাবি)।'

আব্দুস সাত্তার আরও অভিযোগ করেন, `আমার বোনের মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্বাশুরবাড়িতে গিয়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এরপর ওয়ারী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। আমি হত্যা মামলা করতে চাইলে তাঁরা সেটা না নিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দেয়। এরপর আমার পক্ষের একাধিক আইনজীবীও আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে তাদের জামিন পেতে সহায়তা করে। মামলা দায়েরের পরে পুলিশের মাধ্যমে অর্থের বিনিময়ে আপসের প্রস্তাবও দিয়েছে আসামিপক্ষ। এ ঘটনায় আইনি উপায়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ায় আমি উদ্বিগ্ন।'

হত্যাকাণ্ডের শিকার ফাহিমা আক্তারের ভাই ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত