Ajker Patrika

উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেলসহ গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি:
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০: ৫৯
উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেলসহ গ্রেপ্তার ৪

রাজধানীর উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেল মন্ডলসহ (৩৭) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা হলেন মো. সজীব (২৬), মো. সোহাগ (৩৫) ও মো. মাসুদ (২৫)। 

উত্তরা আজমপুরের ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের নিগার প্লাজার সামনে থেকে রোববার (৩১ মার্চ) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৪৩ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও শেরপুরের সদর উপজেলার বাদাতেঘরিয়া এলাকার মো. ইসরাফিলের ছেলে রাসেল মন্ডল, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. সজীব, নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তা নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহাগ এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল গনির ছেলে মাসুদ। রাসেল মন্ডল তুরাগের ধলিপাড়ায়, সজীব দক্ষিণখানের ফরিদ মার্কেট, সোহাগ ও মাসুদ দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডে বসবাস করেন। 

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকার ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ চাঁদাবাজ রাসেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৪৩ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে। 

আবুল হাসান বলেন, প্রথমে অভিযান চালিয়ে সজিব, সোহাগ ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা, সোহাগের কাছ থেকে ১৪ হাজার ৩৩০ টাকা ও মাসুদের কাছ থেকে ৬ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত