প্রতিনিধি, গুলশান–বাড্ডা (ঢাকা)
'এক লগে তেল ডাইল চিনি ছাড়া লওয়া যায় না। কিনলে সবগুলাই কিনতে হয়। আমার তো ঘরে চিনি আছে তাই তেল আর ডাইলডা রাইখা চিনিডা বেইচ্যা দিমু। যার যেইডা দরকার নাই সে ওইডা বেইচ্যা দিব আর যার দরকার সে কিন্না লইব। তাইলে আমরা মিলামিশা বাঁচতে পারমু।' ঠিক এভাবেই বলছিলেন বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মামুন নামের এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রির সময় এসব কথা বলেন মামুন।
লাইনে দাঁড়ানো আরেক বৃদ্ধা হাসেনা বানু বলেন, এখান থেকে অল্প দামে যা পাই এগুলা দিয়ে খেয়ে বেঁচে কোনোরকম আছি। তাদের জন্য আমরা অল্প দামে এগুলো কিনতে পারি। তবে তারা কখন আসেন তা কেউ জানেন না বলেও ক্ষোভ জানান বৃদ্ধা হাসেনা বানু।
পণ্য কিনতে আসা আরেকজন রাসেল মিয়া। তিনি বলেন, `এখন তেল দেওয়া হচ্ছে দুই কেজি, ডাল দুই কেজি আর চিনি দুই কেজি। ডাল আর চিনির পরিমাণটা ঠিক আছে। কিন্তু তেলের পরিমাণ খুব কম হয়ে যায়। তেলটা একটু বেশি লাগে। যদি তেলের পরিমাণটা বাড়ায়, তাহলে আমাদের জন্য আরেকটু উপকার হয়। টিসিবির পণ্যের মাধ্যমে আমরা কম দামে এগুলো কিনতে পারছি।' এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।
প্রতিদিন ট্রাকসেলে মোট ৭০০ কেজি চিনি, ৭০০ লিটার তেল ও ২০০ কেজি ডাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। শুক্রবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন আসেন বলে জানান ট্রাকসেলে বিক্রেতারা।
'এক লগে তেল ডাইল চিনি ছাড়া লওয়া যায় না। কিনলে সবগুলাই কিনতে হয়। আমার তো ঘরে চিনি আছে তাই তেল আর ডাইলডা রাইখা চিনিডা বেইচ্যা দিমু। যার যেইডা দরকার নাই সে ওইডা বেইচ্যা দিব আর যার দরকার সে কিন্না লইব। তাইলে আমরা মিলামিশা বাঁচতে পারমু।' ঠিক এভাবেই বলছিলেন বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মামুন নামের এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় টিসিবির ট্রাকসেলে পণ্য বিক্রির সময় এসব কথা বলেন মামুন।
লাইনে দাঁড়ানো আরেক বৃদ্ধা হাসেনা বানু বলেন, এখান থেকে অল্প দামে যা পাই এগুলা দিয়ে খেয়ে বেঁচে কোনোরকম আছি। তাদের জন্য আমরা অল্প দামে এগুলো কিনতে পারি। তবে তারা কখন আসেন তা কেউ জানেন না বলেও ক্ষোভ জানান বৃদ্ধা হাসেনা বানু।
পণ্য কিনতে আসা আরেকজন রাসেল মিয়া। তিনি বলেন, `এখন তেল দেওয়া হচ্ছে দুই কেজি, ডাল দুই কেজি আর চিনি দুই কেজি। ডাল আর চিনির পরিমাণটা ঠিক আছে। কিন্তু তেলের পরিমাণ খুব কম হয়ে যায়। তেলটা একটু বেশি লাগে। যদি তেলের পরিমাণটা বাড়ায়, তাহলে আমাদের জন্য আরেকটু উপকার হয়। টিসিবির পণ্যের মাধ্যমে আমরা কম দামে এগুলো কিনতে পারছি।' এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।
প্রতিদিন ট্রাকসেলে মোট ৭০০ কেজি চিনি, ৭০০ লিটার তেল ও ২০০ কেজি ডাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। শুক্রবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন আসেন বলে জানান ট্রাকসেলে বিক্রেতারা।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আজ মঙ্গলবার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা অধ্যক্ষের কক্ষে
১ মিনিট আগেরাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার জাকির হোসেন (৩০) ও মিজানুর রহমানের (৪০) লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জাকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের অভিযোগ। এদিকে মিজানের পরিবারে লোকজনের কোনো অভিযোগ না থাকলেও তা
৪ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের অন্তত ১২ গ্রামের ফসলি জমি উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে। চলতি মাসের শুরু থেকে জমিগুলো জলাবদ্ধ হয়ে রয়েছে। পানির কারণে অধিকাংশ ধানের চারা পচে গেছে। এতে স্থানীয় কয়েক শ কৃষক পরিবার দুশ্চিন্তায় পড়েছে।
১১ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু) নতুন গঠনতন্ত্র চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রের ৭(ক) ধারায় দপ্তর সম্পাদক পদটি পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখার বিষয়টি নারীবিদ্বেষী মনোভাব স্পষ্ট করেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া ভোটার
১৮ মিনিট আগে