Ajker Patrika

সাবেক এমপি সুবিদ আলীর ১৭ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদন অনুযায়ী সুবিদ আলী ভূঁইয়ার ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা।

দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জমি জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সুবিদ আলী ভূঁইয়া বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।

আবেদনে আরও বলা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তাঁর স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত