নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদন অনুযায়ী সুবিদ আলী ভূঁইয়ার ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা।
দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জমি জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুবিদ আলী ভূঁইয়া বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।
আবেদনে আরও বলা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তাঁর স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।
কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদন অনুযায়ী সুবিদ আলী ভূঁইয়ার ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা।
দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জমি জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুবিদ আলী ভূঁইয়া বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।
আবেদনে আরও বলা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তাঁর স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।
কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে হাবিবা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ইটনা সদর ইউনিয়নের পশ্চিম গ্রামে এই দুর্ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জুয়েল মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে...
২ মিনিট আগেস্ত্রীর সঙ্গে প্রায় এক যুগের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন সাইফুল ইসলাম (৪৫)। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করে তিনি এটি উদ্যাপন করেছেন। তবে স্থানীয়রা বলেছেন, দাম্পত্যজীবনের কলহ এভাবে প্রকাশ্যে আসা দুঃখজনক। তালাক-পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।
৭ মিনিট আগেঅনিন্দ্যের বাবার নাম শফিউল আলম লাটকু । তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। লাটকু রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাবা এএইচএম কামরুজ্জামানের ভাই। সে হিসেবে অনিন্দ্য লিটনের চাচাতো ভাই। অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচ
৯ মিনিট আগেনওগাঁর মান্দা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের একটি স্থান ভেঙে পড়ে। এতে আশপাশের তালপাতিলা ও উত্তর চকরামপুর গ্রামের অন্তত ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
১১ মিনিট আগে