Ajker Patrika

নাশকতার ৫ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৯
নাশকতার ৫ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর পর পাঁচ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। 

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথকভাবে এসব আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।

আজ সকালে শুনানির পর আদালত আট মামলায় গ্রেপ্তার দেখান। বিকেলে এসব মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা থানার তিন মামলায়, বাড্ডা থানার এক ও পল্টন থানার এক মামলায় জামিন দেন।

শামসুজ্জামান দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মোট ১০টি মামলা হয়। এখনো তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যেগুলোতে জামিন পাননি।

আজ আরও তিনটি মামলায় জামিন শুনানির জন্য ছিল। কিন্তু মামলার মূল নথি অন্য গ্রেপ্তার আসামির জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে থাকায় তিন মামলায় শুনানি হয়নি।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল দুদুকে তাঁর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত