Ajker Patrika

ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ১১ 

শ্যামপুর-কদমতলি (ঢাকা) প্রতিনিধি
ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ১১ 

রাজধানীর ডেমরায় থানা-পুলিশের পৃথক দুটি অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সর্দারসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে ডগাইর বোর্ড মিল ও ডগাইর মতিন সাউদ রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও ডাকাত দলের সর্দার মো. নুর ইসলাম লিসন (৩০), আরেক সর্দার ডেমরার মাহমুদ নগরের গিয়াস উদ্দিনের ছেলে জহির (৩৫), নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা এলাকার মো. শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (২২), সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. রুবেল (২৩), ফেনীর সদর থানার মিজানুর রহমানের ছেলে মো. তুহিন (২৩), একই এলাকার মাইজদি গ্রামের লতিফের ছেলে ইকবাল (৩৪), কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো. রনি (১৬), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার মিম্বর আলীর ছেলে কামরান হোসেন (২২), ঝিনাইদহের মহেশপুর থানার হাবাশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কালাম (৩৫), ময়মনসিংহের মুক্তাগাছা থানার চেচুয়া গ্রামের আ. লতিফের ছেলে আ. হাকিম (২৩) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আফাজউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (২০)। 

এ বিষয়ে সোমবার ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত