Ajker Patrika

র‍্যাবের নতুন মুখপাত্রসহ ৫ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২১: ২৯
র‍্যাবের নতুন মুখপাত্রসহ ৫ কর্মকর্তার বদলি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মুখপাত্র হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হবেন। নতুন মুখপাত্রসহ পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

গতকাল রোববার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। 

বদলি প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‍্যাব-৮-এর অধিনায়ক এবং র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক করা হয়েছে। 

এ ছাড়া র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানকে র‍্যাব সদর দপ্তরের অপারেশনস উইংয়ের পরিচালক, র‍্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‍্যাব-৩-এর অধিনায়ক ও র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‍্যাব-৫-এর অধিনায়ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত