নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এই সংগঠন সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এই সংগঠন সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ট্রাফিক সূত্রে জানা যায়, রাজধানীর দিকে যাওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৪০৭) দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
৫ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...
২৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
৩৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে