Ajker Patrika

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৯: ৪৯
Thumbnail image

সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন। 

আজ সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান। 

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। 
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এই সংগঠন সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত