Ajker Patrika

নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২১: ১৮
নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার জানান, নিউমার্কেট থানার নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন লাগার খবর আসে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে। নিয়ন্ত্রণে ছুটে যায় পাঁচটি ইউনিট। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট য৩োগ দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই সেটি ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আগুনে কিছুটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকানিউমার্কেট মুখি সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে এসেছেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছেন।

পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না আর। বাইরের টিন কেটে ভেতরের আগুন নেভানোর চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত