Ajker Patrika

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩৩
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় ক্যানসার গলিতে রাকিব নামে এক তরুণের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। ‘ডাইল্লা গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাকিবকে। আহত রাকিব রায়েরবাজারের জাফরাবাদ এলাকার স্থানীয় বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জালাল উদ্দিন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বাড়ির সামনে মাদক কারবার ও কিশোর গ্যাং সদস্যদের আড্ডা দিতে নিষেধ করায় গত এক বছরে তিনবার হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ আজ বুধবার দুপুরে রায়েরবাজারের ইদ্রিস খান (ক্যানসার গলি) সড়কে সাত-আটজনের একটি দল রাকিবের ওপরে ফের হামলা চালায়। এতে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

আহত রাকিবের স্ত্রী আনিকা আক্তার বলেন, রায়েরবাজার এলাকার ক্যানসার গলিতে বাসার সামনে মাদক কারবারসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা নিয়মিত আড্ডা দেয়।

এই গ্যাংয়ের সদস্যরা রায়েরবাজার এলাকায় চুরি-ছিনতাই করে। তাঁদের বাড়ির সামনে আড্ডা দিতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে হামলা করে। এর আগেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল কিশোর গ্যাং ‘ডাইল্লা গ্রুপ’ সদস্যরা।

কিশোর গ্যাংয়ের হামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এটি কিশোর গ্যাং বা ছিনতাইয়ের ঘটনা নয়, এটি মারামারির ঘটনা। এই ঘটনায় মামলা করা হয়েছে। আসামিকেও আমরা চিহ্নিত করেছি। দ্রুতই গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত