Ajker Patrika

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০: ১৬
Thumbnail image

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আশিকুর রহমান (২৫) নামের আরও দুই যুবক। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ বাদামগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় সিএনজি স্টেশনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহের সময় বিকট শব্দে সিএনজি স্টেশনের মেশিন ও সিলিন্ডার ফেটে যায়। এ সময় গ্যাস সরবরাহকারী রনিসহ তিনজন কর্মচারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই রনির মৃত্যু হয়। অপর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় নামবিহীন একটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। ওই স্টেশনে একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত