Ajker Patrika

টাঙ্গাইলে মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চারজন আটক, সভাপতি রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ জেলা থেকে দলটির অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁদের আটক করে। তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এই আটক বলে দাবি করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

আটক ব্যক্তিরা হলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, ঘাটাইল উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন, ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কালিহাতী উপজেলা বিএনপির সদস্য সোনা মিয়া।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কালিহাতী থানার একটি মামলায় ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল মধুপুর থানা-পুলিশ। তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মধুপুর-গোপালপুর আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ।

আটক অন্য দুজনের বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত