সাভার(ঢাকা) প্রতিনিধি
ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করার অভিযোগে মসজিদের এক ইমামের বিরুদ্ধে মামলা করেছেন আশুলিয়ার এক যুবদল নেতা। মামলার পর বরিশালে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।
আজ মঙ্গলাবার বেলা ১১টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে তাঁকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে বরিশালের উজিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুরের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সাভার উপজেলার আশুলিয়ার খতিব নূর জামে মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার ফেসবুকে একটি পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের মন্তব্য বক্সে খালেদা জিয়াকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন এবাদুল ইসলাম। গত শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম ফেসবুকে এটি দেখেন। পরে তিনি এ ঘটনায় সোমবার রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলা করেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আতাউর রাহিম নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলাটি করেছেন। মামলার পর গতকাল রাতেই অভিযান চালিয়ে বরিশাল জেলার উজিরপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করার অভিযোগে মসজিদের এক ইমামের বিরুদ্ধে মামলা করেছেন আশুলিয়ার এক যুবদল নেতা। মামলার পর বরিশালে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।
আজ মঙ্গলাবার বেলা ১১টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে তাঁকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে বরিশালের উজিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুরের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সাভার উপজেলার আশুলিয়ার খতিব নূর জামে মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার ফেসবুকে একটি পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের মন্তব্য বক্সে খালেদা জিয়াকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন এবাদুল ইসলাম। গত শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম ফেসবুকে এটি দেখেন। পরে তিনি এ ঘটনায় সোমবার রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলা করেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আতাউর রাহিম নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলাটি করেছেন। মামলার পর গতকাল রাতেই অভিযান চালিয়ে বরিশাল জেলার উজিরপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২০ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়। গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি শ্রেণিকক্ষে আলু মজুত করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। বসার জায়গার অভাবে ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।
২৮ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টা খেত থেকে জান্নাতি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিশোরীটিকে মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে...
৪৩ মিনিট আগেবুধবার রাত ১০টার দিকে বসুপাড়া কবরস্থান গেট সংলগ্ন এন এন ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে দৌড়াতে থাকেন। গুলিটি দোকানের গ্লাস ভেঙে দেয়ালে গিয়ে লাগে। এতে দেয়াল ছিদ্র হয়ে যায়। দোকানটি হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা আতিকুর রহমানের।
১ ঘণ্টা আগে