Ajker Patrika

ডিআরইউ সভাপতি মিঠু, সম্পাদক হাসিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১: ০৯
ডিআরইউ সভাপতি মিঠু, সম্পাদক হাসিব

দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৭২২ ভোটারের মধ্যে ১ হাজার ৪৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের। 

সভাপতি পদে মিঠু ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। অন্য তিনজন প্রার্থী হলেন সাখাওয়াত হোসেন বাদশা, কবির আহমেদ খান, সৈয়দ শুকুর আলী শুভ।
 
সহসভাপতি পদে ওসমান গণি বাবুল আবারও নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে হাসিব পান ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান পান ৩৩৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহানাজ শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফি, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।
 
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, আল আমিন, এসকে রেজা পারভেজ, তানভীর আহমেদ ও ছলিম উল্লাহ মেজবাহ।

প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত