নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকা থেকে সীমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়ার বাড়ির পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
সীমা বেগম পুলিশ ও র্যাবের তথ্যদাতার কাজ করতেন। তাঁর দেওয়া তথ্যমতে, পুলিশ গত ১৩ মে স্বপনের স্ত্রী পপি আক্তার (২৩) ও বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মিয়াকে ইয়াবাসহ আটক করেছিল বলে পুলিশ জানিয়েছে।
সীমা বেগম (৪২) মাদারীপুর জেলার শিবচর উপজেলার মুন্সীকাদিরপুর গ্রামের জাহাঙ্গীর খানের স্ত্রী। স্বামীর সঙ্গে খনিজনগর এলাকায় বসবাস করতেন।
ঢাকার উত্তর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হমিদ মিয়া, স্বপনসহ আরও কয়েকজনে দীর্ঘদিন ধরে বিরুলিয়া ও সাভার পৌর এলাকাসহ মাদক কারবার করে আসছিলেন। স্বপন ও তাঁর স্ত্রী পপিসহ আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছেন। পৌর এলাকার ইমান্দিপুর, খনিজনগরসহ সাভারে স্বপনের তিনটি বাড়ি রয়েছে।
ডিবি আরও জানায়, গত ১৩ মে ইমান্দিপুরে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ স্বপনের স্ত্রী পপি আক্তার ও যুবলীগ নেতা হামিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন আগেই পালিয়ে যান। গ্রেপ্তারের পর থেকে হামিদ ও পপি জেলহাজতে রয়েছেন। ওই ঘটনার ১৯ দিন পর ২ জুন সীমা বেগম নিখোঁজ হন।
আজ বেলা ৩টার দিকে স্বপনের খনিজনগরের বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়।
নিহতের মেয়ে তানিয়া আক্তার বলেন, ‘হামিদ মিয়া ও পপি গ্রেপ্তার হওয়ার পর থেকে অজ্ঞাত পরিচিত লোকজন আমার মাকে ফোনে হত্যার হুমকি দিয়ে যাচ্ছিল। বিষয়টি মা আমাকে জানিয়েছিলেন। এর কয়েক দিন পর মা নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার তাঁর লাশ পাওয়া যায়।’
তানিয়া আরও বলেন, ‘পুলিশকে তথ্য দেওয়ার কারণে মাদক কারবারিরা আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘সীমা বেগম আমাদের সহায়তা করতেন। এ কারণে তাঁর নিখোঁজ হওয়ার পর থেকে আমরা কাজ করছিলাম। বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে স্বপনের বাড়ির পাশ থেকে সীমার লাশ উদ্ধার করা হয়।’
রিয়াজ উদ্দিন আরও বলেন, গ্রেপ্তার হামিদ, পলাতক স্বপন ও তাঁর স্ত্রী পপি, সাইফুলসহ আরও কয়েকজন একই চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। হামিদ, পপিকে ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকা থেকে সীমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়ার বাড়ির পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
সীমা বেগম পুলিশ ও র্যাবের তথ্যদাতার কাজ করতেন। তাঁর দেওয়া তথ্যমতে, পুলিশ গত ১৩ মে স্বপনের স্ত্রী পপি আক্তার (২৩) ও বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মিয়াকে ইয়াবাসহ আটক করেছিল বলে পুলিশ জানিয়েছে।
সীমা বেগম (৪২) মাদারীপুর জেলার শিবচর উপজেলার মুন্সীকাদিরপুর গ্রামের জাহাঙ্গীর খানের স্ত্রী। স্বামীর সঙ্গে খনিজনগর এলাকায় বসবাস করতেন।
ঢাকার উত্তর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হমিদ মিয়া, স্বপনসহ আরও কয়েকজনে দীর্ঘদিন ধরে বিরুলিয়া ও সাভার পৌর এলাকাসহ মাদক কারবার করে আসছিলেন। স্বপন ও তাঁর স্ত্রী পপিসহ আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছেন। পৌর এলাকার ইমান্দিপুর, খনিজনগরসহ সাভারে স্বপনের তিনটি বাড়ি রয়েছে।
ডিবি আরও জানায়, গত ১৩ মে ইমান্দিপুরে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ স্বপনের স্ত্রী পপি আক্তার ও যুবলীগ নেতা হামিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন আগেই পালিয়ে যান। গ্রেপ্তারের পর থেকে হামিদ ও পপি জেলহাজতে রয়েছেন। ওই ঘটনার ১৯ দিন পর ২ জুন সীমা বেগম নিখোঁজ হন।
আজ বেলা ৩টার দিকে স্বপনের খনিজনগরের বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়।
নিহতের মেয়ে তানিয়া আক্তার বলেন, ‘হামিদ মিয়া ও পপি গ্রেপ্তার হওয়ার পর থেকে অজ্ঞাত পরিচিত লোকজন আমার মাকে ফোনে হত্যার হুমকি দিয়ে যাচ্ছিল। বিষয়টি মা আমাকে জানিয়েছিলেন। এর কয়েক দিন পর মা নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার তাঁর লাশ পাওয়া যায়।’
তানিয়া আরও বলেন, ‘পুলিশকে তথ্য দেওয়ার কারণে মাদক কারবারিরা আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘সীমা বেগম আমাদের সহায়তা করতেন। এ কারণে তাঁর নিখোঁজ হওয়ার পর থেকে আমরা কাজ করছিলাম। বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে স্বপনের বাড়ির পাশ থেকে সীমার লাশ উদ্ধার করা হয়।’
রিয়াজ উদ্দিন আরও বলেন, গ্রেপ্তার হামিদ, পলাতক স্বপন ও তাঁর স্ত্রী পপি, সাইফুলসহ আরও কয়েকজন একই চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। হামিদ, পপিকে ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
৮ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
২৭ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৩৭ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে