Ajker Patrika

কেউ ভোট কারচুপি করলে ব্যবস্থা নেওয়া হবে: শাজাহান খান

প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) 
কেউ ভোট কারচুপি করলে ব্যবস্থা নেওয়া হবে: শাজাহান খান

নির্বাচন সুষ্ঠু করার জন্যই যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে। কেউ জোর করে ভোট নিতে নিলে বা কারচুপি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। 

মাদারীপুর–২ আসনের এ সংসদ সদস্য বলেছেন, ‘ভিসা নীতি নিয়ে বিএনপি বেশ উৎসাহী ছিল। তারা যখন বুঝতে পারছে ভিসা নীতির মূল উদ্দেশ্য, তখন কিন্তু তারা চুপসে গেছে। ভিসা নীতিতে কোনো দলের কথা বলা হয়নি। মূলত নির্বাচনকে সুষ্ঠু করার জন্যই এ ভিসা নীতি করা হয়েছে।’ 

সাবেক এ মন্ত্রী আরও বলেন, ‘কেউ যদি জোর করে ভোট নেয় বা কারচুপি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তাহলে নির্বাচন প্রতিহত কারা করে? এটা কি আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে? সুতরাং তারা নির্বাচন বয়কট করে প্রতিহত করার ঘোষণা দেয়। তারা আসবাবপত্র পুড়িয়েছে, ভোটারদের পায়ের রগ কেটে দিয়েছিল বিগত দিনে। সুতরাং তাদের বিরুদ্ধেও ভিসা নীতি কার্যকর হবে।’ 

মাদারীপুরের রাজৈরের আছমত আলী খান অডিটোরিয়ামে আজ শনিবার দুপুরে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠকে বক্তব্য দেন শাজাহান খান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (একাংশ) শাহাবুদ্দিন সাহা, এমপির স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত