মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতার সামনে সিংগাইর উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও নীরব ছিলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বলধারা ইউনিয়নের ভাষাশহীদ রফিক মঞ্চে একুশে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
মারামারির ঘটনা নিষ্ক্রিয় করতে গিয়ে জেলা থেকে যাওয়া বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে মুন্নু মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারামারির রেশ ধরে বেশ কয়েকটি গাড়ি ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় একাধিক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ রফিক মঞ্চে ৫ দিনব্যাপী একুশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। এ সময় নিজের অস্তিত্ব জানান দিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য ইকবাল হোসেন শামীম ১৫টি ছোট-বড় গাড়িতে করে দলীয় নেতা-কর্মী নিয়ে অনুষ্ঠানে হাজির হন। এ সময় অনুষ্ঠানে ইকবাল হোসেন শামীমকে উপস্থিত হতে দেখে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।
এরপর অনুষ্ঠানে আফরোজা খান রিতার বক্তব্য শেষ হতে না হতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর অনুসারীদের সঙ্গে ইকবাল হোসেন শামীমের অনুসারীদের মারামারি শুরু হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় শামীম আহত হন। দুই পক্ষের মারামারি ফেরাতে গিয়ে আফরোজা খান রিতার সফরসঙ্গী হয়ে যাওয়া বেশ কয়েকজন দলীয় জ্যেষ্ঠ নেতা আহত হন।
তাঁদের মধ্যে ইকবাল হোসেন শামীমকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুই পক্ষের মারামারিতে ৪-৫টি গাড়ি ও প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় দুই পক্ষের মারামারির ঘটনায় আতঙ্কে স্টেজের সামনে থাকা চেয়ারগুলো মুহূর্তে ফাঁকা হয়ে যায়।
এ বিষয়ে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য ইকবাল হোসেন শামীম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির রাজনীতিতে গ্রুপিং-লবিং নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া আফরোজা খান রিতা পক্ষের রাজনীতি করায় মাহাবুবুর রহমান মিঠু আমাকে সহ্য করতে পারে না। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী মনে করেন। আজ আমি আমার নেতা-কর্মী নিয়ে রিতা আপার অনুষ্ঠানে গেছি, এটা সহ্য করতে না পেরে মিঠুর নেতৃত্বে তাঁর লোকজন আমার এবং আমার নেতা-কর্মীদের ওপর হামলা করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে ইকবাল হোসেন শামীমের অভিযোগ অস্বীকার করে দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘শামীমের হামলার ঘটনায় আমি সম্পৃক্ত নই। শামীম বিভিন্ন সময় পতিত আওয়ামী লীগ সরকারের লোকজনের সঙ্গে আঁতাত করে ও চলাফেরা করেছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপির দলীয় কিছু লোক তার ওপর হামলা করেছে।’
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলা কিছু লোক উপস্থিত হলে দলীয় নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সরকারি মুঠোফোন নম্বরে একাদিকবার ফোন দিলে রিং হলেও রিসিভ করেননি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতার সামনে সিংগাইর উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও নীরব ছিলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বলধারা ইউনিয়নের ভাষাশহীদ রফিক মঞ্চে একুশে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
মারামারির ঘটনা নিষ্ক্রিয় করতে গিয়ে জেলা থেকে যাওয়া বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে মুন্নু মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারামারির রেশ ধরে বেশ কয়েকটি গাড়ি ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় একাধিক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ রফিক মঞ্চে ৫ দিনব্যাপী একুশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। এ সময় নিজের অস্তিত্ব জানান দিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য ইকবাল হোসেন শামীম ১৫টি ছোট-বড় গাড়িতে করে দলীয় নেতা-কর্মী নিয়ে অনুষ্ঠানে হাজির হন। এ সময় অনুষ্ঠানে ইকবাল হোসেন শামীমকে উপস্থিত হতে দেখে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।
এরপর অনুষ্ঠানে আফরোজা খান রিতার বক্তব্য শেষ হতে না হতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর অনুসারীদের সঙ্গে ইকবাল হোসেন শামীমের অনুসারীদের মারামারি শুরু হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় শামীম আহত হন। দুই পক্ষের মারামারি ফেরাতে গিয়ে আফরোজা খান রিতার সফরসঙ্গী হয়ে যাওয়া বেশ কয়েকজন দলীয় জ্যেষ্ঠ নেতা আহত হন।
তাঁদের মধ্যে ইকবাল হোসেন শামীমকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুই পক্ষের মারামারিতে ৪-৫টি গাড়ি ও প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় দুই পক্ষের মারামারির ঘটনায় আতঙ্কে স্টেজের সামনে থাকা চেয়ারগুলো মুহূর্তে ফাঁকা হয়ে যায়।
এ বিষয়ে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য ইকবাল হোসেন শামীম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির রাজনীতিতে গ্রুপিং-লবিং নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া আফরোজা খান রিতা পক্ষের রাজনীতি করায় মাহাবুবুর রহমান মিঠু আমাকে সহ্য করতে পারে না। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী মনে করেন। আজ আমি আমার নেতা-কর্মী নিয়ে রিতা আপার অনুষ্ঠানে গেছি, এটা সহ্য করতে না পেরে মিঠুর নেতৃত্বে তাঁর লোকজন আমার এবং আমার নেতা-কর্মীদের ওপর হামলা করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে ইকবাল হোসেন শামীমের অভিযোগ অস্বীকার করে দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘শামীমের হামলার ঘটনায় আমি সম্পৃক্ত নই। শামীম বিভিন্ন সময় পতিত আওয়ামী লীগ সরকারের লোকজনের সঙ্গে আঁতাত করে ও চলাফেরা করেছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপির দলীয় কিছু লোক তার ওপর হামলা করেছে।’
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলা কিছু লোক উপস্থিত হলে দলীয় নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সরকারি মুঠোফোন নম্বরে একাদিকবার ফোন দিলে রিং হলেও রিসিভ করেননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩৭ মিনিট আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
৪১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগে