Ajker Patrika

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা। ছবি: সংগৃহীত
নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা। ছবি: সংগৃহীত

দেশ বর্তমানে গ্যাস সংকটে রয়েছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। আজ শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে গ্যাসের কূপ খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।

আদিলুর রহমান খান বলেন, গত সাড়ে ১৫ বছরে প্রতিটি খাতে দুর্নীতি হয়েছে। সেগুলো নিরসনের চেষ্টা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল হান্নানসহ প্রশাসনের লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত