Ajker Patrika

রাজধানীতে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদ অ্যাভিনিউ রোডের একটি বাসা থেকে আয়েশা ইয়াসমিন বানু (৫৬) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় মোহাম্মদপুর থানা পুলিশ।

নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ।ওসি জানান, স্থানীদের দেওয়া সংবাদের

ভিত্তিতে আসাদ অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামে। তিনি ঢাকায় একাই থাকতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, ‘ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ বাসায় তিনি একাই থাকতেন এবং রান্নাবান্না নিজেই করতেন। স্বামী ২০০৯ সালে মারা গেছেন। তাঁদের কোনো সন্তান নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত