Ajker Patrika

জবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের কমিটি প্রকাশ

জবি প্রতিনিধি 
জবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের কমিটি প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এনেছে সংগঠনটি।

আজ শুক্রবার রাতে জবি শাখা ছাত্রশিবিরের এ কমিটি প্রকাশ পায়।

এতে সভাপতি হিসেবে আছে মো. ইকবাল হোসেন শিকদার, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন-অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক মো. আরিফুল ইসলাম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন। স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ। আবাসন ও পাঠাগার সম্পাদক মো. মাসুম বিল্লাহ। ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক শাহিন আহমেদ। এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মোহাম্মদ জাহেদ। আইন সম্পাদক হয়েছেন মো. সোহাগ আহমেদ।  

এর আগে গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. ইব্রাহিম আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত