নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে, তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’
আজ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁরা যাঁরাই হোন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকবেন। সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে—এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা, সেগুলো আমরা অবশ্যই দেখব।’
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়, ব্যবসায়ী-কর্মচারীসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তাঁর পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যকরী সদস্য। নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তা মকবুলের মালিকানাধীন বলে জানা গেছে।
মামলার আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া নিউমার্কেট থানা বিএনপির আরও কয়েকজন সাবেক নেতা এই মামলার আসামি।
নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে, তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’
আজ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁরা যাঁরাই হোন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকবেন। সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে—এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা, সেগুলো আমরা অবশ্যই দেখব।’
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়, ব্যবসায়ী-কর্মচারীসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তাঁর পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যকরী সদস্য। নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তা মকবুলের মালিকানাধীন বলে জানা গেছে।
মামলার আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া নিউমার্কেট থানা বিএনপির আরও কয়েকজন সাবেক নেতা এই মামলার আসামি।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৫ মিনিট আগে