Ajker Patrika

মিরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর মিরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মোহাম্মদ শাহিন। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, এই ফাঁসির দণ্ডের বিরুদ্ধে আসামি সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন। তবে আদালত আরও বলেছেন, হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে দণ্ড কার্যকর করতে হবে। 

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৯ মে যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে হত্যা করেন শাহীন। এ ঘটনায় নিহতের মা সহিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী চার্জশিট দাখিল করেন। 

এরপর ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলার বিচার চলাকালীন ট্রাইব্যুনাল মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত