Ajker Patrika

মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদ্ধারের পর দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
উদ্ধারের পর দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে সীমান্ত পিলার-৫৬ থেকে প্রায় ৮০০ গজ উত্তরে একটি এলাকা থেকে মুক্তিপণ ছাড়াই তাঁকে উদ্ধার করে বিজিবি। পরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়ার বাগানপাড়া গ্রামের বাসিন্দা দুলালকে গরু কেনাবেচার লোভ দেখিয়ে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫-এর মাঝামাঝি এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যায় এবং আটকে রাখে।

পরে গত ১০ জুন বিজিবি স্থানীয় সূত্রের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, অপহৃত দুলাল পোয়ামহুরী বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ এলাকার উল্টো দিকে মিয়ানমারের ভেতরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার দুপুরে বিজিবির পোয়ামহুরী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা থেকে অপহৃত দুলালকে উদ্ধার করে। কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত আনা হয়। এরপর বিজিবির পোয়ামহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধার দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত