Ajker Patrika

রিহ্যাবের সভাপতির বাড়িতেই মশার লার্ভার চাষ

প্রতিনিধি, মিরপুর (ঢাকা) 
রিহ্যাবের সভাপতির বাড়িতেই মশার লার্ভার চাষ

ডেঙ্গু মশা নিধনে দফায় দফায় চিরুনি অভিযান মাইকিং অথবা রোড শো কোন কিছুর কমতি রাখেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম। কিন্তু তারপরেও সাধারণ মানুষের যেন টনক নড়ছে না। যেসব স্থাপনায় এডিসের লার্ভা মিলছে তার ৬০ শতাংশই নির্মাণাধীন ভবন। এরই মধ্যে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের সংগঠন রিহ্যাবের সঙ্গে বৈঠকও করেছে সিটি করপোরেশন। 

আজ সোমবার রাজধানী মিরপুর মাজার রোড একটি ভবনে অভিযান করে হতবাক সিটি মেয়র। ভবনটি রিহ্যাবের সভাপতি হওয়ায় মেয়র প্রথমে ঢুকতে চাননি। কিন্তু অভিযানে মিলেছে ডেঙ্গুর খামার। জানা গেল, এই ভবনের মালিক খোদ রিহ্যাব সভাপতি সামসুল আলম। 

গণমাধ্যম কর্মীদের সামনেই ভবন মালিককে ফোন করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মুঠোফোন রিহ্যাবে সভাপতিকে মেয়র বলেন, `এখানে আসলে কিছু বলার নেই। আমি তো মনে করেছি, এখানে কিছু নেই। এসে দেখি গ্রাউন্ড ফ্লোরে মশা চাষ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।' 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। 

ভবনটির সাইড ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, `এখন প্রতিদিন বৃষ্টি হওয়াতে পানি জমে যায়। তা ছাড়া আমরা প্রতিদিন পরিষ্কার করি। মাঝে কিছুদিন ছুটি থাকাতে পানি জমে যায়, তাই পরিষ্কার করা হয় নাই। এ জন্য আমরা লজ্জিত।' 

মেয়র বলেন, `এডিস মশা নির্মূলে আমরা নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। অনেক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাচ্ছি। যাদের বাড়িতে এই লার্ভা পাওয়া যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালত সেসব ভবন মালিককে জরিমানা করছেন। অথচ আমরা চাইলে ৫০ টাকার কেরোসিন তেল ছিটিয়ে লার্ভা দমন করতে পারি। নিজ পরিবারকে রক্ষায় প্রত্যেককে নিজ বাড়ি এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।' 

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালে শয্যা খালি নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, অনেকেই খামখেয়ালি করে মাস্ক পরেন না। তাঁরা বলেন মাস্ক না পরলে তাঁদের কিছু হবে না। অথচ তাঁদের দ্বারা পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা পাচ্ছেন না। তাই প্রত্যেককে বাধ্যতামূলক মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত