Ajker Patrika

ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক পৃথকভাবে দুদকের কর্মকর্তারা নিষেধাজ্ঞা জারির এই আবেদন করলে শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

আদালত এই আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশ দেন।

যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোসাম্মৎ নুসরাত জাহান, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা উম্মে কুলসুম মান্নান, রিজিয়া সুলতানা, মো. রইছ উদ্দিন, আব্বাস উদ্দিন আহমেদ, এ এল এম জাহাঙ্গীর আলম, মিস তানজিলা মান্নান, আরশাদ উল্লাহ, ইনামুর রহমান, সৈয়দ ফয়সাল, আহম্মেদ করিম চৌধুরী, আহসানুল বারী, মহিউদ্দিন আহম্মেদ, নিজাম উদ্দিন, ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের বাসিন্দা আবদুল হান্নান রতন, এফ এ এস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্মকর্তা রাসেল শাহরিয়ার, আজিমুল হক, মনিরুজ্জামান আকন, ফয়সাল আলম, আউয়াল হোসেন, নিজাম উদ্দিন মহিন উদ্দিন, নূর করিম, মোক্তার হোসেন পাটোয়ারী, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্মকর্তা মিঠু কুমার সাহা, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রামের নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রধান নির্বাহী মো.আমিনুল ইসলাম, ইউনাইটেড সুগার ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া চৌধুরী, মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক মিফতাহ উদ্দিন, সেঞ্চুরি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম চৌধুরী ও পরিচালক হাসানুজ্জামান।

পৃথক পৃথক বিভিন্ন আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করা, বিদেশে অর্থ পাচার করে বাড়ি গাড়ি ক্রয় করাসহ অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদক এসব অভিযোগ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অভিযুক্তরা যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত