নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।
আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’
কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’
এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।
আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’
কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’
এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
২ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
২ ঘণ্টা আগে