Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ যানবাহন সরাতে রাজধানীর ৮ এলাকায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোববার অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ যানবাহন শনাক্ত করে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
রোববার অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ যানবাহন শনাক্ত করে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরাতে রাজধানীর আটটি এলাকায় অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ রোববার একযোগে শুরু হওয়া এই অভিযানে মেয়াদোত্তীর্ণ, ফিটনেস ও ট্যাক্স টোকেনবিহীন যানবাহন শনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

গত জুনে বাস ও ট্রাকের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ। এতে বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানের মতো মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়। মেয়াদ পার হয়ে যাওয়া যানবাহন ১ জুলাই থেকে চলাচল করতে পারবে না বলেও জানিয়েছিল বিআরটিএ।

এরই অংশ হিসেবে আজ অভিযানে নামে সংস্থাটি।

অভিযান চলাকালে বিআরটিএর এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। যেসব গাড়ি রাস্তায় চলাচলের উপযুক্ত নয়, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় বিআরটিএর পক্ষ থেকে যানবাহনের মালিকদের যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত