Ajker Patrika

বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করতে হবে

বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয় বরং বুকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে।’

মন্ত্রী পদমর্যাদা দেওয়ায় আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আতিক। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ডিএনসিসি মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। পরে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে দেখেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন সে জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি যত দিন দায়িত্বে থাকব বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাব। জাতির পিতা সারা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনো নিজেকে নিয়ে ভাবেননি। সব সময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত