নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি প্রায় পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাতে ঢাকা রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সড়কে এ ঘটনা ঘটে ।
ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে ঢাকাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস থেমে ছিল। গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই বাসে আগুন ধরে। বাসে আগুন ধরার পরপরই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
সাইফুল ইসলাম নামে ঘটনার প্রত্যক্ষদর্শী এক পোশাকশ্রমিক বলেন, ‘আমি থেমে থাকা বাসটির কয়েক গজ দূরে ছিলাম। হেঁটে বাসের দিকে আগাতেই হঠাৎ বাসে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে আমি কোনো লোককে ওই বাসে আগুন লাগাতে দেখিনি। কীভাবে বাসে আগুন ধরল তা-ও বুঝতে পারছি না।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে চালক ও তাঁর সহকারীরা তালা দিয়ে ঘটনাস্থলে বাস রেখে অন্যত্র গিয়েছিলেন। এর কিছু সময় পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
প্রণব চৌধুরী আরও বলেন, ‘মনে হচ্ছে কোনো পথচারী ধূমপান করে সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ বাসে নিক্ষেপ করেছিলেন। ওই জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে আমাদের কাছে এমনটাই মনে হয়েছে।’
ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি প্রায় পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাতে ঢাকা রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সড়কে এ ঘটনা ঘটে ।
ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে ঢাকাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস থেমে ছিল। গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই বাসে আগুন ধরে। বাসে আগুন ধরার পরপরই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
সাইফুল ইসলাম নামে ঘটনার প্রত্যক্ষদর্শী এক পোশাকশ্রমিক বলেন, ‘আমি থেমে থাকা বাসটির কয়েক গজ দূরে ছিলাম। হেঁটে বাসের দিকে আগাতেই হঠাৎ বাসে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে আমি কোনো লোককে ওই বাসে আগুন লাগাতে দেখিনি। কীভাবে বাসে আগুন ধরল তা-ও বুঝতে পারছি না।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে চালক ও তাঁর সহকারীরা তালা দিয়ে ঘটনাস্থলে বাস রেখে অন্যত্র গিয়েছিলেন। এর কিছু সময় পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
প্রণব চৌধুরী আরও বলেন, ‘মনে হচ্ছে কোনো পথচারী ধূমপান করে সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ বাসে নিক্ষেপ করেছিলেন। ওই জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে আমাদের কাছে এমনটাই মনে হয়েছে।’
কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্য সাচি নাথ বলেন, “গাইনী চিকিৎসক ফেরানোর বিষয়ে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন বরাবর চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমারতো কিছুই করার নেই।”
২ মিনিট আগেগত ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।
১২ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
১৫ মিনিট আগেএর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনার দিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।
৪১ মিনিট আগে