Ajker Patrika

আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা
ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ায় একটি থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি প্রায় পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাতে ঢাকা রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সড়কে এ ঘটনা ঘটে ।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে ঢাকাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস থেমে ছিল। গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই বাসে আগুন ধরে। বাসে আগুন ধরার পরপরই ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

সাইফুল ইসলাম নামে ঘটনার প্রত্যক্ষদর্শী এক পোশাকশ্রমিক বলেন, ‘আমি থেমে থাকা বাসটির কয়েক গজ দূরে ছিলাম। হেঁটে বাসের দিকে আগাতেই হঠাৎ বাসে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে আমি কোনো লোককে ওই বাসে আগুন লাগাতে দেখিনি। কীভাবে বাসে আগুন ধরল তা-ও বুঝতে পারছি না।’

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে চালক ও তাঁর সহকারীরা তালা দিয়ে ঘটনাস্থলে বাস রেখে অন্যত্র গিয়েছিলেন। এর কিছু সময় পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

প্রণব চৌধুরী আরও বলেন, ‘মনে হচ্ছে কোনো পথচারী ধূমপান করে সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ বাসে নিক্ষেপ করেছিলেন। ওই জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে আমাদের কাছে এমনটাই মনে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ভারত কি রাখাইন হয়ে সেভেন সিস্টারসে পণ্য পরিবহন করতে পারবে

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত