Ajker Patrika

নদীভাঙনের বড় কারণ অবৈধ বালু উত্তোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২২, ১৬: ১২
নদীভাঙনের বড় কারণ অবৈধ বালু উত্তোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীভাঙনের অন্যতম বড় কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব না। এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। আল্লাহর ওয়াস্তে কেউ নদীর ধার থেকে বালু তুলবেন না। 

জাহিদ ফারুক বলেন, রাজবাড়ী এলাকায় বিশাল এলাকাজুড়ে বালুর পাহাড় গড়ে তোলা হয়েছে। এ সমস্ত বালু নদী থেকে উত্তোলন করা হচ্ছে। ফলে নদী ভেঙে যাচ্ছে। তবে বালু উত্তোলন বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। একটি আইন প্রণয়ন করা হচ্ছে। কেউ রাতের বেলা বালু তুলতে পারবেন না। নতুন আইনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বালু তুলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

এলাকার খবর
Loading...