নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৩৯ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
৪২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে