নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেসৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৭ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩১ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে