নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীসংলগ্ন কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর (১৩) সঙ্গে আরেক কিশোরীর (১৫) বন্ধুত্ব ছিল। গত রোববার সকাল ৭টার দিকে ওই বান্ধবী কিশোরীর বাসায় যায়। এরপর বেড়ানোর কথা বলে ওই বান্ধবী কিশোরীটিকে বাকসাত্বা নিয়ে যায়। ওই বান্ধবী এক কিশোরের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বাকসাত্বা গ্রামের জনৈক হাফিজুর রহমানের বাড়ির নিচতলায় ভাড়া থাকে। গতকাল মঙ্গলবার সকালে ওই বাসায় কিশোরীর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের শিকার কিশোরীর মা বলেন, ‘অসৎ উদ্দেশ্যেই আমার মেয়েকে তার বান্ধবী গত রোববার বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রোববার থেকে গতকাল সকাল ১০টার মধ্যে কোনো এক সময় আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। মেয়ের বান্ধবীর সহায়তায় তার কথিত স্বামীসহ আরও কয়েকজন মিলে আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে অথবা ধর্ষণের কারণেই আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে ধর্ষণের সঙ্গে জড়িত সবাই বয়সে কিশোর।’ কিশোরীর মা আরও বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে আমি বাকসাত্বা হাফিজুর রহমানের বাড়িতে যাই। সেখানে যাওয়ার পর আমার মেয়েকে বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপরেও শতভাগ নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মেয়ের বান্ধবীসহ তিন কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে গতকাল রাতে সাভার থানায় মামলা করি।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে থাকতে পারে বা ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা যেতে পারে। ওসি আরও জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ওই বান্ধবীর কথিত স্বামীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ঢাকার সাভারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীসংলগ্ন কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর (১৩) সঙ্গে আরেক কিশোরীর (১৫) বন্ধুত্ব ছিল। গত রোববার সকাল ৭টার দিকে ওই বান্ধবী কিশোরীর বাসায় যায়। এরপর বেড়ানোর কথা বলে ওই বান্ধবী কিশোরীটিকে বাকসাত্বা নিয়ে যায়। ওই বান্ধবী এক কিশোরের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বাকসাত্বা গ্রামের জনৈক হাফিজুর রহমানের বাড়ির নিচতলায় ভাড়া থাকে। গতকাল মঙ্গলবার সকালে ওই বাসায় কিশোরীর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের শিকার কিশোরীর মা বলেন, ‘অসৎ উদ্দেশ্যেই আমার মেয়েকে তার বান্ধবী গত রোববার বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রোববার থেকে গতকাল সকাল ১০টার মধ্যে কোনো এক সময় আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। মেয়ের বান্ধবীর সহায়তায় তার কথিত স্বামীসহ আরও কয়েকজন মিলে আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে অথবা ধর্ষণের কারণেই আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে ধর্ষণের সঙ্গে জড়িত সবাই বয়সে কিশোর।’ কিশোরীর মা আরও বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে আমি বাকসাত্বা হাফিজুর রহমানের বাড়িতে যাই। সেখানে যাওয়ার পর আমার মেয়েকে বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপরেও শতভাগ নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মেয়ের বান্ধবীসহ তিন কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে গতকাল রাতে সাভার থানায় মামলা করি।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে থাকতে পারে বা ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা যেতে পারে। ওসি আরও জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ওই বান্ধবীর কথিত স্বামীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেমঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে ১০ দফা দাবি ও প্রস্তাব জমা দিয়েছে।
২৪ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে রাফিয়া নামের এক নারীর সঙ্গে বেড়াতে গিয়ে দুই যুবক অপহরণের শিকার হয়েছেন। তাঁরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার শফিউল আলমের ছেলে মো. আদনান (২১) এবং একই এলাকার মো. শফিকের ছেলে মো. হাশেম (২২)। এ ঘটনায় হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৬ মিনিট আগেখুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামছুন নাহার লাকির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। লাকি খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গৃহকর্মী আকলিমা খাতুন বাদী হয়ে খুলনার অতিরিক্ত...
১ ঘণ্টা আগে