নারায়ণগঞ্জ প্রতিনিধি
তফসিল ঘোষণার পর নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ ও গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ সময় আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনে ফেলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
আজ বুধবার বিকেলে বন্দর খেয়াঘাট এলাকায় ‘বিএনপি–জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খোকন সাহা।
খোকন সাহা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারণায় নামব। দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই নামবেন। আর আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ব্যাপকভাবে কাজ করবেন। ওদের ব্যাপক ভাবে প্রতিরোধ করতে হবে। পরিষ্কার কথা, গণধোলাই দিতে হবে। ওদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। ওদের পাঠাব আফগানিস্তান আর পাকিস্তান।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের দিয়ে অপকর্ম করাচ্ছে। তারা বাসে আগুন দেন, ভিডিও করেন, তারপর লন্ডনে পাঠান। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের হাতেনাতে ধরে হাত কেটে সেই হাত আগুনে নিক্ষেপ করবেন। এরপর যা হওয়ার হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে কেউ ক্ষতিগ্রস্ত হলে, আমরা তাদের পাশে থাকব। আমাদের নেতা শামীম ওসমান তাদের পাশে থাকবেন।’
একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘ওদের দেশপ্রেম নেই। ওরা রাজপথে থাকে না। গোপনে হামলা করে। ওরা নাকি হরতাল–অবরোধ দিয়েছে। আমি নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঘুরেছি। আমি চেষ্টা করেছি ওদের দেখার। কিন্তু দুর্ভাগ্য, ওদের পাইনি। যারা ষড়যন্ত্র করে তাদের লিস্ট করতে হবে কর্মীদের মাধ্যমে। আগামী দিনে ওদের এই অঞ্চলে থাকতে দেওয়া হবে না।’
শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্মসাধারণ সম্পাদক জিএম আরমান প্রমুখ।
তফসিল ঘোষণার পর নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ ও গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ সময় আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনে ফেলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
আজ বুধবার বিকেলে বন্দর খেয়াঘাট এলাকায় ‘বিএনপি–জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খোকন সাহা।
খোকন সাহা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারণায় নামব। দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই নামবেন। আর আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ব্যাপকভাবে কাজ করবেন। ওদের ব্যাপক ভাবে প্রতিরোধ করতে হবে। পরিষ্কার কথা, গণধোলাই দিতে হবে। ওদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। ওদের পাঠাব আফগানিস্তান আর পাকিস্তান।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের দিয়ে অপকর্ম করাচ্ছে। তারা বাসে আগুন দেন, ভিডিও করেন, তারপর লন্ডনে পাঠান। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের হাতেনাতে ধরে হাত কেটে সেই হাত আগুনে নিক্ষেপ করবেন। এরপর যা হওয়ার হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে কেউ ক্ষতিগ্রস্ত হলে, আমরা তাদের পাশে থাকব। আমাদের নেতা শামীম ওসমান তাদের পাশে থাকবেন।’
একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘ওদের দেশপ্রেম নেই। ওরা রাজপথে থাকে না। গোপনে হামলা করে। ওরা নাকি হরতাল–অবরোধ দিয়েছে। আমি নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঘুরেছি। আমি চেষ্টা করেছি ওদের দেখার। কিন্তু দুর্ভাগ্য, ওদের পাইনি। যারা ষড়যন্ত্র করে তাদের লিস্ট করতে হবে কর্মীদের মাধ্যমে। আগামী দিনে ওদের এই অঞ্চলে থাকতে দেওয়া হবে না।’
শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্মসাধারণ সম্পাদক জিএম আরমান প্রমুখ।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
২ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
৫ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে