Ajker Patrika

পুকুরে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ৩২৬টি সরকারি গুলি উদ্ধার

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
পুকুর থেকে উদ্ধার হওয়া গুলি। ছবি: আজকের পত্রিকা
পুকুর থেকে উদ্ধার হওয়া গুলি। ছবি: আজকের পত্রিকা

‎মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৬টি সরকারি গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‎

‎গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।

‎ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ‎

‎ধারণা করা হচ্ছে,৫ই আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোনো দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল। ‎

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, পুকুরের তলদেশ থেকে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। এগুলো সরকারি গুলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত