Ajker Patrika

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৪: ২৬
বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

পবিত্র রমজান মাসের শেষ ১৫ দিন অর্থাৎ ১৬ রোজা থেকে ঈদের আগের দিন (চাঁদরাত) পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। সেই হিসাবে আগামী বুধবার থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চলবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। 

১০ মার্চ বিকেলে রাজধানীর ইস্কাটনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন। 

ঈদে মেট্রোরেল চলাচল প্রসঙ্গে তিনি বলেছিলেন, গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে। 

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার। সেই সময় যাত্রী চলাচল করতে পারবেন ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন। 

উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত