Ajker Patrika

মুগদায় মেয়ে চুরি করেছে অভিযোগ এনে মাকে মারধর, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় চুরির অভিযোগ এনে আয়েশা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির মেয়ে রুমী আক্তার বলেন, মানিকনগর প্রফেসর গলির একটি বাসা থেকে কয়েক দিন আগে ১ লাখ টাকা চুরি হয়। বিষয়টা জানতে পেরে গত সোমবার সকালে আমি ওই বাসায় যাই। ওই বাসার কয়েকজন নারী আমাকে সন্দেহ করেন। দুপুরের দিকে আমার মা ওই বাসায় গেলে ওই নারীরা মাকে মারধর করে আহত করেন। আহতাবস্থায় তাঁকে মুগদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

রুমী আরও জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বুইড়ারচর গ্রামে। তাঁর বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। তাঁর মা মুগদা এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকায় শাকসবজি বিক্রি করতেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গত রাতে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান বলেন, ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগমকে মারধর করে। পরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত