Ajker Patrika

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

শরীয়তপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গত শুক্রবার রাতে ডাকাতি করতে এসে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের সময় তিনি নিহত হন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ডাকাতির ওই ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে নৌযানে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে একদল ডাকাত। সেখানে বিক্ষুব্ধ জনতা তাঁদের ধাওয়া করে কয়েকজনকে ধরে ফেলে গণপিটুনি দেন। কিছু ডাকাত কীর্তিনাশা নদীপথ ধরে পালানোর সময় শরীয়তপুরের রাজাগঞ্জ এলাকায় সাতজনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি পাঁচ ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার আরও একজনের মৃত্যু হয়।

গতকাল রোববার বিকেলে শরীয়তপুর জেলার সীমানার কাছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় কীর্তিনাশা নদী থেকে আরও একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে ডাকাতদের ছোড়া গুলি ও হাতবোমা নিক্ষেপে মাদারীপুরের পাঁচজন ও শরীয়তপুরের চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে শরীয়তপুরের পালং মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে গণপিটুনিতে আহত পাঁচ ডাকাতসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘নদী থেকে উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, ডাকাতির ঘটনায় গণপিটুনি শেষে ওই ব্যক্তিকে নদীকে ফেলে দেওয়া হয়, কিংবা তিনি পানিতে পড়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত