Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে কালাম সরদার (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া এতিমখানা ও মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

কালামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার সৈদরগাহ গ্রামে। দুই ছেলেমেয়ে ও স্ত্রী জনি বেগমকে নিয়ে মেরাদিয়া নয়াপাড়া ২ তলা মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী মো. দুর্জয় হাসান মৃদুল জানান, নয়াপাড়া পানির পাম্প এলাকায় ওই মাদ্রাসার পুরাতন তিনতলা ভবনের উপরে নতুন করে আরও কয়েক তলা নির্মাণের কাজ চলছিল। তিনতলার ওপড়ে ছাদ ঢালাইয়ের জন্য বাঁশ, কাঠ দিয়ে সেন্টারিং করার কাজ হচ্ছিল। সেই বাঁশ, কাঠের সেন্টারিংয়ের ওপর ছিলেন কালাম। তখন সেন্টারিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে খিলগাঁও এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ভবন থেকে নিচে পরে গিয়েছিল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত