শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর ডেমরায় ডিএসসিসির ১২ ফুট পাকা রাস্তার ৬ ফুট দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টায় বাধা দিলে ৬৬ নম্বর ওয়ার্ড যুবদল গ্রুপের সঙ্গে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২০ সালে নির্মিত ডিএসসিসির ১২ ফুট পাকা রাস্তার ৬ ফুট দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টা চালান সোহরাব নামের স্থানীয় বিএনপির এক সমর্থক। এ ঘটনায় সাইদুল ভূঁইয়া ও সেকান্দর ভূঁইয়াসহ এলাকাবাসী বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডা হয় সোহরাবের। খবর পেয়ে স্থানীয় ৬৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে সাইদুল ভূঁইয়াকে মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে যুবদল গ্রুপের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে যুবদলের নেতা হেলাল বলেন, ‘বিচ্ছিন্ন ঝগড়ার খবর পেয়ে মীমাংসার জন্য যুবদলের নেতা-কর্মীরা কালু ভূঁইয়া রোডে যান। এ সময় আমাদের গ্রুপের শাহজালাল সজীবের (২৫) ডান পা কুপিয়ে মাংস খুলে ফেলা হয়। একই সঙ্গে বিল্লালের (২৬) মাথায় কোপ খাওয়ায় ৮টি সেলাই দিতে হয়েছে। তাঁদের ডেমরা থানা-পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে। মূলত সাইদুল ভূঁইয়া ও তাঁর সহযোগীরা আওয়ামী লীগের দোসর, যা সবারই জানা।’
সাইদুল ভূঁইয়ার পক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্টের পর থেকে ডেমরা থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আজীজের নেতৃত্বে হেলাল গ্রুপ বর্তমানে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তাঁরা মঙ্গলবার সকালে সোহরাবের পক্ষে এসে অরাজনৈতিক সমাজসেবক সাইদুল ভূঁইয়াকে মারধর শুরু করেন।
এ সময় এলাকাবাসী হেলাল গ্রুপকে প্রতিহতের সময় সাজন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর ও একপর্যায়ে মাথায় হাতুড়িপেটা করে। একই সঙ্গে সিজন নামের আরেক ছেলেকেও বেধড়ক মারধর করে। হেলালের বিরুদ্ধে জমিজমা দখল ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এদিকে অবৈধভাবে রাস্তার ওপর স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে সোহরাব বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও কয়েকজন আহত হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর ডেমরায় ডিএসসিসির ১২ ফুট পাকা রাস্তার ৬ ফুট দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টায় বাধা দিলে ৬৬ নম্বর ওয়ার্ড যুবদল গ্রুপের সঙ্গে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২০ সালে নির্মিত ডিএসসিসির ১২ ফুট পাকা রাস্তার ৬ ফুট দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টা চালান সোহরাব নামের স্থানীয় বিএনপির এক সমর্থক। এ ঘটনায় সাইদুল ভূঁইয়া ও সেকান্দর ভূঁইয়াসহ এলাকাবাসী বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডা হয় সোহরাবের। খবর পেয়ে স্থানীয় ৬৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে সাইদুল ভূঁইয়াকে মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে যুবদল গ্রুপের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে যুবদলের নেতা হেলাল বলেন, ‘বিচ্ছিন্ন ঝগড়ার খবর পেয়ে মীমাংসার জন্য যুবদলের নেতা-কর্মীরা কালু ভূঁইয়া রোডে যান। এ সময় আমাদের গ্রুপের শাহজালাল সজীবের (২৫) ডান পা কুপিয়ে মাংস খুলে ফেলা হয়। একই সঙ্গে বিল্লালের (২৬) মাথায় কোপ খাওয়ায় ৮টি সেলাই দিতে হয়েছে। তাঁদের ডেমরা থানা-পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে। মূলত সাইদুল ভূঁইয়া ও তাঁর সহযোগীরা আওয়ামী লীগের দোসর, যা সবারই জানা।’
সাইদুল ভূঁইয়ার পক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্টের পর থেকে ডেমরা থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আজীজের নেতৃত্বে হেলাল গ্রুপ বর্তমানে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তাঁরা মঙ্গলবার সকালে সোহরাবের পক্ষে এসে অরাজনৈতিক সমাজসেবক সাইদুল ভূঁইয়াকে মারধর শুরু করেন।
এ সময় এলাকাবাসী হেলাল গ্রুপকে প্রতিহতের সময় সাজন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর ও একপর্যায়ে মাথায় হাতুড়িপেটা করে। একই সঙ্গে সিজন নামের আরেক ছেলেকেও বেধড়ক মারধর করে। হেলালের বিরুদ্ধে জমিজমা দখল ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এদিকে অবৈধভাবে রাস্তার ওপর স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে সোহরাব বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও কয়েকজন আহত হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৮ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২৪ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে