Ajker Patrika

অপসংস্কৃতির গ্রাস থেকে দেশকে মুক্ত রাখতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২২: ০৬
অপসংস্কৃতির গ্রাস থেকে দেশকে মুক্ত রাখতে হবে: প্রধান বিচারপতি

অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত রেখে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, ‘স্বীকার করতে দ্বিধা নেই যে অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা একটি সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। তাই তরুণ প্রজন্মের শিল্পীদের প্রতি আমার আহ্বান থাকবে, সকল প্রকার আগ্রাসন বিশেষ করে সাংস্কৃতিক আগ্রাসনকে প্রতিহত করে অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান হতে সর্বোচ্চ ভূমিকা পালন করুন।’

আজ রোববার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। 

প্রধান বিচারপতি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিকদের দেখানো পথ ধরে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনগুলোয় সুস্থ বাঙালি সংস্কৃতির সোনার বাংলা গড়ে তুলে বিশ্বদরবারে বাঙালি সংস্কৃতির মর্যাদা বৃদ্ধি করবে। তবেই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের আত্মত্যাগ সফল হবে। আমি বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।’ 

তিনি আরও বলেন, একটি দেশের স্বাধীনতা অর্জনে গণমাধ্যম কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিশ্বে তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুক্তিযুদ্ধের সময় অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দিনের পর দিন রাতের পর রাত জীবন বিপন্ন করে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন। আর তাঁদের সেই বীরত্বগাথার খবর দেশে ও বহির্বিশ্বে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। এই বেতার কেন্দ্র হতে প্রচারিত সংবাদ, সংগীত, কবিতা, নাটক, কথিকা, ভাষণ একদিকে যেমন মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা যুগিয়েছে, তেমনি বাঙালি জাতিকে একতাবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত