Ajker Patrika

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ৪২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন। 

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’ 

মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’   

এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’

নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত