Ajker Patrika

ফ্যাটযুক্ত খাবারে লিভার সিরোসিসের শিকার ৫ শতাংশ: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২২, ১২: ১৩
ফ্যাটযুক্ত খাবারে লিভার সিরোসিসের শিকার ৫ শতাংশ: বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যাঁরা অ্যালকোহল পান করেন না, কিন্তু অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খাওয়াসহ জীবনযাত্রায় মাত্রাতিরিক্ত অনিয়ম করেন, তাদের মধ্যে ৫ শতাংশ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে থাকেন। তাই ফ্যাটযুক্ত খাবার অবশ্যই কম খেতে হবে। অ্যালকোহল পান করা ছাড়াও অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের কারণে লিভারে ক্যানসারও হতে পারে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ ও হেপাটোলজি বিভাগের আয়োজনে পঞ্চম আন্তর্জাতিক নন-অ্যালকোহল স্টেয়েটোহেপাটাইটিস (ন্যাশ) দিবসের শোভাযাত্রা শেষে এসব কথা বলেন শারফুদ্দিন আহমেদ।

শারফুদ্দিন আহমেদ বলেন, লিভারের বিভিন্ন রোগসহ লিভার ক্যানসার প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত জরুরি।

দিবসটি উপলক্ষে সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে এবং ৯টায় ডি ব্লকের সামনে বাউলশিল্পীদের সংগীত পরিবেশন, বেলুন ওড়ানো ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য। 

এ সময় শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এই হাসপাতালে লিভার রোগের উন্নত চিকিৎসা রয়েছে। সম্প্রতি লিভার রোগের চিকিৎসায় ন্যাসভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আশা করি এই ট্রায়ালে ইতিবাচক ফল আসবে, যা লিভার রোগীদের চিকিৎসায় নতুন আশার আলো সৃষ্টি করবে।’ 

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং ও টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর, অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ, অধ্যাপক ডা. এস এম ইসহাক, অধ্যাপক ডা. রাজিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত