Ajker Patrika

বৈষম্যপূর্ণ পারিবারিক আইন নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যপূর্ণ পারিবারিক আইন নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা

দেশের সংবিধান নারীকে সমান অধিকার দিলেও আইন তা দিচ্ছে না। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে পারিবারিক সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার না থাকার কারণে। বৈষম্যপূর্ণ পারিবারিক আইন নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। 

আজ শুক্রবার বিকেলে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘বৈষম্যপূর্ণ পারিবারিক আইন পরিবর্তন করো, নারীর অগ্রসর হওয়ার প্রতিবন্ধকতা দূর করতে বরাদ্দ বৃদ্ধি করো’—শীর্ষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালিতে বক্তারা এসব কথা বলেন। 

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ২০০ বছরের অধিক সময় ধরে বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজ সংগঠিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রাকে নিশ্চিত করতে হলে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে; বিভাজন, হিংসাপূর্ণ, ধর্মান্ধতাপূর্ণ সমাজকে মুক্ত করতে হলে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, সহিংসতা শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করতে হবে, ডিজিটাল দুনিয়ায় নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর পারিবারিক ও সেবামূলক কাজের মূল্যায়ন করতে হবে, সামাজিক ধ্যান ধারণা-মনস্তাত্ত্বিক দিক পরিবর্তনে কাঠামো গড়ে তুলতে হবে বিনিয়োগের মধ্য দিয়ে। 

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে রাষ্ট্রীয়, পারিবারিক সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার না থাকার কারণে। যা সংবিধানের পরিপন্থী। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় উত্তরাধিকার আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। 

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, অভিন্ন পারিবারিক আইন বাস্তবায়নের ওপর জোর দিতে হবে, রাষ্ট্রকে জোরালো উদ্যোগ নিতে হবে। 

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ব্র‍্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি ও সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আর্থসামাজিক ও রাজনৈতিক খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও প্রত্যাশিত নারী-পুরুষ সমতায় পৌঁছাতে রয়েছে নারীর প্রতি সহিংসতাসহ নানারকম প্রতিবন্ধকতা। দেশের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি সামাজিক বিকাশ সমভাবে না হওয়ায় নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বিধায় প্রতিনিয়ত নারীর প্রতি সহিংস ঘটনা ঘটছে ও নারীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 

সমাবেশে অভিন্ন পারিবারিক আইন ও সম্পদ সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করাসহ ১৩টি দাবি তুলে ধরা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত