Ajker Patrika

গৃহবধূকে খুন করে পালালেন স্বামী 

ধামরাই প্রতিনিধি
গৃহবধূকে খুন করে পালালেন স্বামী 

ঢাকার ধামরাইয়ে স্ত্রী জুলেখা বেগমকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. কোহিনূর ইসলামের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার কোহিনূরের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে কোহিনূর ও জুলেখার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কোহিনূর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জুলেখা মারা যান। এ ঘটনার পর কোহিনুর বাড়ি থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) রবিউল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ছেলে এবং ভাইকে খবর দেওয়া হয়েছে থানায় আসার জন্য। তারা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত