Ajker Patrika

সাভারে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৪: ৫৭
সাভারে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ২ 

ঢাকার সাভারে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজনের দাবি, টাকার বিনিময়ে বাসে আগুন দিয়েছিলেন তাঁরা।

আজ বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় মধুমতি মডেল টাউনের সামনে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—টাঙ্গাইলের ভূঞাপুরের আবদুল আলিম (৪০) ও পাবনার বেড়ার সোহেল রানা (২৪)। তাঁরা আশুলিয়ার কুড়গাঁও এলাকায় থাকেন।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আটক আবদুল আলিম জানান, শাহ্ আলম নামে এক ব্যক্তি তাঁদের মধুমতির সামনে বাসে আগুন ধরাতে বলেছিলেন। এর জন্য তাঁরা টাকা পেয়েছেন। আলিম আরও বলেন, আগুন লাগিয়ে পালানোর সময় পুলিশ ও জনতা তাঁদের আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুল আলিম ও সোহেল বিএনপির সমর্থক। তাঁরা পেশায় দিনমজুর। টাকার বিনিময়ে এই দুজনসহ অন্যরা বাসে আগুন দেন। বিএনপির নেতারা মাঠে না থাকলেও ভাড়াটে লোকজন দিয়ে এভাবে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।’

দীপক চন্দ্র সাহা আরও বলেন, ‘শাহ আলমের পরিচয় পাওয়া যায়নি। তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত