Ajker Patrika

সুয়ারেজের খালে পড়া ব্যক্তি ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুয়ারেজের খালে পড়া ব্যক্তি ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল ৯টার দিকে ওই ব্যক্তি খালে পড়ে যান। পরে তল্লাশি চালিয়ে বিকেল তিনটার দিকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

শাহজাহান শিকদার জানান, রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে যান মানিক মিয়া। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন। 

এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২ তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন। উদ্ধারের পরে মানিক মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। পরে তাঁকে পল্লবীর ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিখোঁজের পর পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছিলেন, মানিক মিয়া নামের ওই ব্যক্তি একজন ভবঘুরে। তিনি এই এলাকায় প্রায়ই ড্রেনে সাঁতার কাটেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত