Ajker Patrika

রাজধানীতে প্লাস্টিক কারখানার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর লালবাগ শহীদনগরে একটি কারখানায় শাহিন (২৩) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ৩টার দিকে শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় অচেতন অবস্থায় পড়ে থাকলে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহিন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শাহআলমের ছেলে। কামরাঙ্গীরচর সিলেটী বাজার এলাকায় থাকতেন এবং শহীদনগর দুই নম্বর গলিতে বিজয় প্লাস্টিক কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতেন।

কারখানার মালিক ইমরান আহমেদ বলেন, ‘আমাদের কারখানায় পানীয় পানের পাইপ (স্ট্র) তৈরি হয়। শাহিন প্যাকেজিংয়ের কাজ করত। দুপুরে কারখানার গেটের কাছে অচেতন হয়ে পড়েছিল। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ইমরান আহমেদের ধারণা, শাহিদ বিদ্যুতায়িত হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লালবাগ এলাকার একটি কারখানা থেকে অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, কারখানার ভেতরে বিদ্যুতায়িত হয়েছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত