Ajker Patrika

মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের অনিয়ম ও দুর্নীতির বিচার এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর এলাকাবাসী ও সচেতন মহলের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের অনিয়ম ও দুর্নীতির বিচার এবং তাঁর প্রত্যাহারের দাবিতে উপজেলা হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঝিটকা-হরিরামপুর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। এতে এলাকার বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। 

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইমান আলী, কৃষক লীগের সদস্যসচিব শহিদুল ইসলাম, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, বয়ড়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন, মিরাজ মিয়া, বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবোধ শাখারী প্রমুখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘হরিরামপুর উপজেলা হাসপাতালের ওষুধ ক্রয়, আসবাবপত্র ক্রয়, কোভিড সংক্রান্ত কাজের ব্যয়, নৌ-অ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানি খরচ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে ডা. ইসরাত জাহান ভুয়া বিল ভাউচার দিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। তাঁর অনিয়ম-দুর্নীতির বিচারসহ তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ 

উল্লেখ্য, এ বিষয়ে ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে তাঁদের তদন্তকাজ সম্পন্ন করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ডা. ইসরাত জাহান কোনো কথা বলতে রাজি হননি। স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) নির্দেশে টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. এএফএম সাহাবুদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি গত ১৪ ফেব্রুয়ারি অভিযোগের বিষয়ে তদন্ত করে এরই মধ্যে তদন্ত রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত